মোঃ উজ্জ্বল মিয়া। কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধি
আজ সোমবার ২৩ সেপ্টেম্বর বিকেল ৫ টায় ব্রাক্ষনবাড়ীয়া জেলার কসবা থানার বিনাউটি আদরা গ্রামে গোপন সংবাদএর ভিত্তিতে, ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছ ও একটি কাবার ভ্যান যব্ধ করেছে এবং সারোয়ার (২৭) নামে এক যুবক কে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সেক্টর ১২ বেটেলিয়ান কেপ্টেন সামিউল আলম এর নেতৃীতে , এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের ইউনু শাহরিয়া, আহমেদ, পরে জানা যায় এই ইলিশ মাছ চোরাই পথে ভারত পাঠানো হচ্ছিল , বাংলাদেশ সেনাবাহিনী বলেন যে কোনো চোরা কারবারিদের ধরার জন্য সদা সবসময়ই কাজ চালিয়ে যাচ্ছেন বলে আমাদের কে জানিয়েছেন পরবর্তীতে মালামাল সহ কসবা মডেল থানাতে আনা হয়,