
কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় ১৪ মার্চ ২০২৫ তারিখে, বিকেল ৫ ঘটিকায় নোয়াগাঁও গ্রামের কাজী কেফায়াত উল্ল্যাহর বাগান বাড়ির মাঠ প্রাঙ্গনে কসবা নাদিম ফুটবল ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ,নোয়াগাঁও তিন বন্ধু ক্লাবের সভাপতি, কাজী কেফায়াত উল্ল্যাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা নাদিম ফুটবল ক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কাজী শফিউল্লাহ, সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, কসবা অংকুড়ি ক্রিয়া সংঘারের পরিচালক মোঃ শাহিদুল খাঁ, কসবা ইউনিক ফুটবল ক্লাবের সভাপতি মোঃ আবু হানিফ, মোঃ বাদশাহ মিয়া, প্রধান উপদেষ্টা কাজী রবিউল্লাহ, বিএম রাজু, মোঃ জসিম, কাজী নেয়ামত উল্লাহ, রবিন ভূঁইয়া, কাজী রিফাত, কাজী তামিম ইকবাল, কাজী নিয়াজ উদ্দিন এবং অন্যান্য সদস্যরা।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এবং কসবা উপজেলার ক্রিয়া অঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে, বর্তমান যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
এটি ছিল একটি মিলনমেলা যেখানে সবাই একত্রিত হয়ে পরস্পরের সাথে ভালো সময় কাটানোর পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করলো।