
মোঃ আশরাফ উজ্জ্বল, কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় আজ শনিবার (১৫ মার্চ ২০২৫) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দকৃত ভিজিএফ খাদ্যশস্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর কার্যালয়ের সামনে সুবিধাভোগী পরিবারগুলোর মধ্যে চাল বিতরণ শুরু হয়।
সরকারি বরাদ্দ অনুযায়ী ৩ হাজার ৮১০ কেজি চাল ৭৮৯টি পরিবারের মধ্যে বিতরণ করা হবে, যা ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে প্রধান পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ সামিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী মোঃ সাইফ উদ্দিন হেলাল, সরকারি প্রকৌশলী এ বি এম বাবুল হোসেন, কসবা পৌরসভার প্রধান হিসাব রক্ষক বশির আহম্মেদ এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোঃ সাইদুল শাহ, মোঃ ফোরকানুল ইসলাম, ও সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উজ্জ্বল, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোঃ সাইদুল শাহ, মোঃ ফোরকানুল ইসলাম, সহ বিভিন্ন গনমাধ্যমের কর্মীরা।