বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলাকাঠালিয়ায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।

কাঠালিয়ায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন।

মোঃ ফয়সাল আহম্মদ,কাঠালিয়া(ঝালকাঠী)প্রতিনিধি।

“অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা কৃষি প্রযুক্তি এনে দেবে নতুন যাত্রা” প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠির কাঠালিয়ায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। মেলা আগামী ১৬ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার ১৪ মে বিকাল ৪টায় উপজেলা পরিষদ মাঠে এ মেলার উদ্বোধন করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া সহকারি কমিশনার (ভুমি) সঞ্জয় দাস, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রায়হানুল ইসলাম, ওসি (তদন্ত) সমির কুমার দাস, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম, রুপালী ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মো.নাঈম আহম্মেদ ও উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মামুনসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও কৃষক কৃষানীগণ।

মেলায় বস্তায় আদা চাষ, পারিবারিক পুষ্টি বাগান, মিশ্র ফল বাগান, জৈব পদ্ধতিতে সবজি উৎপাদন স¤প্রসারণসহ আম, কাঠাল, জাম, ছফেদা, কলা, লিচু, আতাফল, আমরুজ, হরতুকী, বয়রা গাছসহ মেলার স্টলগুলোতে স্থান পেয়েছে বিভিন্ন জাতের গাছের চারা প্রদর্শিত হয়।

বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠী, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পর অর্থায়নে কাঠালিয়া উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments