বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলাকাঠালিয়ায় বজ্রপাতে এক বিধবা নারী নিহত।

কাঠালিয়ায় বজ্রপাতে এক বিধবা নারী নিহত।

ফয়সাল আহম্মদ,কাঠালিয়া(ঝালকাঠী)প্রতিনিধি।

ঝালকাঠির কাঠালিয়ায় বজ্রপাতে হেলেনা বেগম (৪০) নামে এক বিধবা নারী নিহত হয়েছে।

আজ ৭ এপ্রিল রবিবার বেলা ১১ টায় কালবৈশাখী ঝড়ের সময় এ ঘটনা ঘটে। হেলেনা বেগম কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের মৃত আলম গাজীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বজনরা জানান, কাল বৈশাখী ঝড়ে মাঠ থেকে গবাদি পশু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয়। রবিবার সকাল ১০ টার দিকে হঠাৎ করে কাঠালিয়ার আকাশ কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে, রাতের পরিবেশ সৃষ্টি হয়। সেই সাথে বৃষ্টি ও দমকা বাতাস বয়ে যায়। সাধারন মানুষ রাতের পরিবেশ দেখে ভিত হয়ে পড়েন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments