কাঠালিয়া,ঝালকাঠী প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় অসহায় নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ ১০ এপ্রিল বুধবার বিকাল ৪.০০ টায় প্রেসক্লাব সভাকক্ষে ঈদ উপহার হিসেবে দুই শতাধিক অসহায় নারী-পুরুষকে শারী ও লুঙ্গী দেয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম। প্রধান অতিথি হিসেবে এ উপহার বিতরণ করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার, সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ আরিফ হোসেন।
অন্যদের মধ্যে কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, সহ সভাপতি মোঃ সরোয়ার হোসেন. মোঃ খাইরুল আমিন ছগির, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন আকাশ, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ, নির্বাহী সদস্য মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ জাহিদুল ইসলাম, সদস্য মোঃ মাইনুল হোসেন রিয়াজ সিকদার, মোঃ মহসিন খান, মোঃ মনজুরুল কবির পারভেজ জমাদ্দার, মোঃ মোসাদ্দেক বিল্লাহ, মোঃ শাকিল হোসেন, ইউপি সদস্য সাংবাদিক মোঃ ফয়সাল আহাম্মদ মিঠু প্রমূখ। ঈদ উপহার পেয়ে উপকার ভোগীরা আনন্দিত হয়েছে।