বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলাকাঠালিয়ায় জাতীয় ভোটার দিবসে র‌্যালী ও আলোচনা সভা

কাঠালিয়ায় জাতীয় ভোটার দিবসে র‌্যালী ও আলোচনা সভা

কাঠালিয়া, ঝালকাঠি। 
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ- “তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে” এ ¯েøাগানকে সামনে রেখে ৭ম জাতীয় ভোটার দিবস ২০২৫ পালিত হয়েছে। 
আজ ০২ মার্চ রবিবার সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। 
সভায় উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কাঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ ছত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মং চেনলা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঠালিয়া উপজেলা শাখার আমীর মাস্টার মুহাঃ মজিবুর রহমান, মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, ছিটকী নেছারিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইদ্রিস মিয়া, প্রমূখ। 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ছিদ্দিকুর রহমান, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোঃ মজিবুর রহমান, দক্ষিন চেঁচরী হারেছিয়া মোকছেদিয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসার সুপার সাংবাদিক মাওলানা মোঃ জাকির হোসেন, আওরাবুনিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। কাঠালিয়া উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস এর আয়োজন করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments