
কাঠালিয়া (ঝালকঠি) প্রতিনিধিঃ
কাঠালিয়ায় যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। কাঠালিয়া ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আসাদুর রহমান মান্নার সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, কাঠালিয়া প্রেসক্লাব সভাপতি মোঃ মাসউদুল আলম, সহ সভাপতি মাওলানা খাইরুল আমিন ছগির, সাংবাদিক মোঃ মহসীন খান ও কাঠালিয়া ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মাওলানা আনিচুর রমান। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ইমামগন অংশ নেন।