মোজাম্মেল হোসেন,কাপাসিয়া(গাজিপুর)বিশেষ প্রতিনিধি।
গাজীরপুরের কাপাসিয়ায় সহপাঠীদের সাথে গোসল করতে গিয়ে বানার নদীতে ডুবে ফাহিম (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়বেড় গ্রামের নূর হোসেনের একমাত্র ছেলে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমির নবম শ্রেণির ছাত্র।
স্বজনরা জানায়, শনিবার দুপুরে পাঁচ সহপাঠীর সাথে বানার নদীর বড়বেড় নতুন বাজার হাজীর বাড়ির ঘাটে গোসল করতে যায় ফাহিম। সহপাঠীরা নদীতে নামার আগেই তীর থেকে লাফ দিয়ে নদীতে তলিয়ে যায় সে। সহপাঠীরা তাকে খুঁজে না পেয়ে চিৎকার করিলে আশপাশের লোকজন এসে খুঁজে পায়নি তাকে। স্থানীয়রা বিষয়টি উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল কে অবহিত করেন। ডুবুরি দল ঘটনাস্থলের মাঝনদী থেকে তার মৃতদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে সিংহশ্রী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুল হাসান বলেন, ছেলেটি সাঁতার না জানায় নদীতে ডুবে নিখোঁজ হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।