বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকাপাসিয়ায় প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি 

কাপাসিয়ায় প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি 

মোঃমোজাম্মেল হোসেন, কাপাসিয়া(গাজিপুর)বিশেষ প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি শুরু হয়েছে। ২ মার্চ রোববার দুপুরে প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রম শুরু হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, কর্মকর্তা বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট খামারীগণ ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।
আয়োজকরা জানান, প্রথম রমজান থেকে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ জনপ্রতি ১ লিটার ৮০ টাকা এবং ডিম জনপ্রতি ১ ডজন ১১৪ টাকা। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সরবরাহ বাড়ানোর হবে বলে কর্তৃপক্ষ জানান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments