
মোজাম্মেল হোসেন,কাপাসিয়া (গাজীপুর) বিশেষ প্রতিনিধি।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী পাঁচুয়া সড়কের কপালেশ্বর প্রোটিন হাউজ নামক স্হানে মোটরসাইকেল এবং সিএনজি মুখো মোখী সংঘর্ষহয়। এ সময় মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়।
এলাকাবাসি তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে সিএনজি চালক পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী জানায়। , মোটর সাইকেল আরোহীর বাড়ি সিংহ শ্রী ইউনিয়নের পোনাশারী গ্রামের মোঃ রফিক মিয়ার ছেলে হৃদয় মিয়া ।
ঘটনাস্থল থেকে সিংহ শ্রী ক্যাম্প পুলিশ এ,এস আই আলম সিএনজি এবং মোটর সাইকেল উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। এসময় উপস্থিত ছিলেন স্হানীয় ইউ,পি সদস্য পারভেজ আদিল।