মোঃ মোজাম্মেল হোসেন,কাপাসিয়া(গাজিপুর)বিশেষ প্রতিনিধি।
গাজীপুরের কাপাসিয়া স্বামীর সাথে বেড়াতে যাওয়ার সময় অটোরিকশায় ওড়না পেঁচিয়ে স্ত্রী নিহত। সে উপজেলা বড়চালা চড়পাড়া এলাকার বাবুলের মেয়ে মোসা. তানিয়া আক্তার (২২) এবং গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ইলেক্ট্রিসিয়ান আলম শেখের স্ত্রী।
স্বজনরা জানায়,
সোমবার দুপুরে তানিয়া তার স্বামীর সাথে বাপের বাড়ি বেড়ানোর উদ্দেশ্যে নিজ এলাকা খিলগাঁও থেকে অটোরিকশা যোগে পাশ্ববর্তী এলাকার বড়চালার চড়পাড়া যাওয়ার পথিমধ্যে ফুলবাড়ি বৌ মারা মার্কেট নামক স্থানে অটোরিকশার চাকায় ওড়না পেঁচানোর কারণে চলন্ত
অটোরিকশা থেকে ছিটকে পড়ে যায়। এ সময় স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবুবকর মিয়া বলেন, ঘটনাটি শুনেছি কিন্তু অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।