প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৩:১৪ পি.এম
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ পরিদর্শকের সাথে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো মোজাম্মেল হোসেন ।। কাপাসিয়া (গাজীপুরঃবিশেষ প্রতিনিধিঃ
কাপাসিয়া উপজেলা প্রশাসনের আমন্ত্রণে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তামান্না তাসনীম এবং কাপাসিয়া থানা পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ জনাব মো. কামাল হোসেন মহোদয়ের সাথে বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের একটি প্রতিনিধি দল আজ দুপুরে মতবিনিময় সভা এবং সৌজন্য সাক্ষাৎ করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি মুফতি ইলিয়াস, উপজেলা সহ- সভাপতি হাফেজ ক্বারী উসমান গনি প্রধান, কাপাসিয়া উপজেলা সাধারণ সম্পাদক মুফতি লুৎফর রহমান, সনমানিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মুফতি আবদুল্লাহ আল মামুন, কাপাসিয়া উপজেলা যুব মজলিস সভাপতি মুফতি ওয়ালীউল্লাহ রাহমানি সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মজলিস নেতৃবৃন্দের সঙ্গে খুবই প্রাণবন্ত আলোচনা করেন এবং তাদের কাছে সবরকম সহযোগিতা কামনা করেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত