বাড়িবাংলাদেশেঢাকা বিভাগকালকিনিতে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক।

কালকিনিতে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক।

নাসির উদ্দিন,মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুরের কালকিনিতে অভিযান পরিচালনা করে ৫ (পাঁচ) জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে কালকিনি থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কালকিনি থানাকে জুয়া মুক্ত করতে অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন এর নির্দেশনায় কালকিনি থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে সোমবার রাতে কালকিনি থানার এনায়েত নগর ইউনিয়নের উত্তর মাঝের কান্দি গ্রামের মোঃ বশির বেপারীর পুকুর পাড়ের পূর্ব পাশে জুয়া খেলার সময়ে পাঁচ জন কে আটক করে। আটক কৃতরা হলেন এনায়েতনগর ইউনিয়নের ইদ্রিস সরদারের ছেলে শিহাব হোসেন (২৭), পশ্চিম আলীপুর গ্রামের মৃত- রাজ্জাক সরদারের ছেলে মফিজুল সরদার (২৮), এনায়েতনগর ইউনিয়নের সরদার কান্দি গ্রামের মৃত- সামছুল হাওলাদারের ছেলে দিদার হাওলাদার (৪৫) , উত্তর মাঝের কান্দি গ্রামের মৃত- বশির সরদারের ছেলে বিল্লাল সরদার (২৭), উত্তর মাঝের কান্দি গ্রামের মৃত- মানিক সরদারের ছেলে নিয়ামত সরদার (৩৫)। এসময়ে গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহার আলামত ও নগদ টাকা উদ্ধার করা হয়।

কালকিনি থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল-মামুন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কালকিনি থানায় নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে। জুয়া ও মাদক প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments