
নাসির উদ্দিন ,মাদারীপুর উপজেলা প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে রিফাত হুমায়ুন সরদার (২২) নামে এক কলেজ ছাত্রকে প্রতিপক্ষরা হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাত ৮ টার দিকে পৌর এলাকার মজিদবাড়ি ভূরঘাটা স্টান্ডে এ ঘটনা ঘটে। আহত রিফাত দক্ষিণ গোপালপুর এলাকার আব্দুল হক সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিফাত রোববার মোবাইলে টাকা লোড করতে ভূরঘাটা স্টান্ডের সোহেল মার্কেটে যায়। এসময়ে মজিদবাড়ি গ্রামের মুন সরদার, বেল্লাল সরদার, তামিম সরদার, খায়রুল সরদার, রিমন সরদারসহ ৩-৪ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রিফাতের উপর হামলা করে। তাকে মাটিতে ফেলে হাতুড়িপেটা ও শরীরে বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতের বড় ভাই মো: কবির হোসেন বলেন, আমার ভাইকে হত্যার উদ্দেশ্য হামলা করেছে। আমরা আইনের মাধ্যমে এর সঠিক বিচার চাই।
কালকিনি থানার ওসি(তদন্ত) মারগুব তৌহিদ জানান, এ বিষয়ে কালকিনি থানায় একটি অভিযোগ পেয়েছি।