সুনামগঞ্জের জগন্নাথপুরে কাল বৈশাখীর ঝড়ে গাছ চাপায় ঘুমন্ত মা-ছেলে ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার পাটলী ইউনিয়নের সুলতানপুর গ্রামে মর্মান্তিকে ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন ওই ইউনিয়নের সুলতানপুর গ্রামের হারুন মিয়ার স্ত্রী মৌসমা বেগম (৩৪)। তাঁর শিশুপুত্র হোসাইন আহমদ (১) ও মেয়ে মাহিমা বেগম (৪)। পুলিশ লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ওই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বুলু মিয়ার বাড়িতে কেয়ারটেকার হিসেবে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চকবানিয়াপুর গ্রামের হারুন মিয়া পরিবার পরিজন নিয়ে একটি কাঁচাবাড়ীতে বসবাস করে আসছিলেন।
আজ ভোরে উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেলে টিনসেট ঘরের ওপর গাছ পড়ে হারুন মিয়ার স্ত্রী মৌসমা বেগম, মেয়ে মাহিনা আক্তার ও এক বছরের ছেলে হোসাইন ঘটনাস্হলেই মারা যান।
পাটলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার কাজ করছে।