
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
কালিয়াকৈরের অভিভাবক হবেন কে? এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। ২১ মে মঙ্গলবার কালিয়াকৈর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা চেয়ারম্যান পদে মো. সেলিম আহম্মেদ আজাদ মোটরসাইকেল মার্কা নিয়ে নির্বাচনে লড়ছেন। অপর দিকে মো. কামাল উদ্দিন সিকদার আনারস মার্কা নিয়ে নির্বাচন করছেন। ২১ তারিখ জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রমান করবেন কালিয়াকৈরের অভিভাবক কে হবেন।
সাংবাদিক আরিফ হোসেন খোকন জানান, কালিয়াকৈরের জনগন এ বার বুঝে গেছেন। কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার কোন বিকল্প নেই। তরুন, যুবক, বয়স্করা একজোট হয়ে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে কালিয়াকৈর উপজেলার উন্নয়নে অংশ গ্রহন করতে চায়। সেলিম আজাদের মোটরসাইকেল মার্কা নির্বাচনে বিজয়ের হাসি হাসবেন।
বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান জানান, আমি মো. কামাল উদ্দিন সিকদারের আনারস মার্কার প্রচারণা চালিয়ে যাচ্ছি। আশা করি নির্বাচনে আনারস মার্কার শেষ পর্যন্ত বিজয় অর্জন করবে।
উপজেলার বিভিন্ন স্হানে চলছে মার্কা বদলের হিরিক। অনেক কর্মী আনারস মার্কা ছেড়ে দিয়ে মোটরসাইকেলের প্রচারণা শুরু করেছেন। আবার কেউ মোটরসাইকেল মার্কা ছেড়ে দিয়ে আনারস মার্কার প্রচারণা করছেন ।
কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচন হবে তুমুল প্রতিযোগিতা। আওয়ামীগের সেলিম আজাদ মোটরসাইকেল মার্কার সাথে প্রতিযোগিতা হবে আওয়ামীলীগের মো. কামাল উদ্দিন সিকদারের আনারস মার্কার সাথে। বিএনপি উপজেলা পরিষদের নির্বাচনে অংশ গ্রহণ না করলেও কেউ কেউ প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। অনেকই ধারনা করছেন বিএনপি অনেক সমর্থক ভোট কেন্দ্রে উপস্থিত থেকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। বিএনপির ভোট যে মার্কায় পাবেন সেই প্রাথী বিজয় অর্জন করবে। এ ছাড়াও মৌচাক, সফিপুর, চান্দরা, মিল -কারখানায় অনেক শ্রমিক ভোটার হয়েছেন। মিল – কারখানায় শ্রমিক ভোটারদের উপর অনেক টা নির্ভর করে কোন প্রার্থী বিজয় অর্জন করবে।
গোলয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সেলিম আজাদের মোটরসাইকেল মার্কার প্রচারনার জন্য ২ টি নির্বাচনী অফিস ও কামাল উদ্দিন সিকদারের আনারস মার্কার নির্বাচনী প্রচারনার জন্য ২ টি নির্বাচনী অফিস করা হয়েছে। একই গ্রামে ২ টি করে নির্বাচনী প্রচারনার অফিস থাকার জন্য নির্বাচন গোলয়া গ্রামে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা।
সাধারণ ভোটারা চায় সুষ্ঠু, নিরপেক্ষ,নির্বাচন অনুষ্ঠিত হোক।