বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরের সন্তান সাবেক সচিব ইন্তেকাল করেছেন।

কালিয়াকৈরের সন্তান সাবেক সচিব ইন্তেকাল করেছেন।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।

গাজীপুর জেলায় কালিয়াকৈর উপজেলার বহুল পরিচিত কৃতি সন্তান সাবেক সচিব, মো:শফিউদ্দিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে সোমবার ভোর রাত আনুমানিক ৪.০০টার সময় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি ২ ছেলে ৩ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর ঢাকাস্থ বাসভবনে

জানাজা হয়ে মরহুমের নিজ গ্রামের বাড়ি কালিয়াকৈর উপজেলার ঢোল সমুদ্র স্কুল মাঠে বাদ আসর দ্বিতীয় জানাযা শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন গুলো গভীর শোক প্রকাশ করেছে।

তিনি বাংলাদেশ সরকারের ভূমি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব ছিলেন। ঢোল সমুদ্র বালিকা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন, বর্ণাঢ্য কর্মজীবনে বেশ সুনাম করিয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে এলাকায় নানামুখী সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments