স্বপন সরকার, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকায় আবারও ভয়াবহ অগ্নিকান্ডে একটি আবাসিক কলোনির শতাধিক কক্ষ পুড়ে গেছে। শুক্রবার দুপুরে ওই এলাকার রাকিব হোসেনের আবাসিক কলোনিতে ভয়াবহ ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে টিনসেড আবাসিক ওই কলোনির শতাধিক কক্ষ এবং কক্ষে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াকৈরের মৌচাকের তেলির চালা এলাকায় রাকিব হোসেনের ভাড়া দেওয়া টিনসেড আবাসিক কলোনির সারোয়ার দর্জির বাসার একটি কক্ষ থেকে হঠাৎ আগুন জ্বলে উঠে। পরে আগুন মুহুর্তের মধ্যে ওই কলোনির অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিনহান শিখা য়ায় ওই কলোনির শতাধিক কক্ষ, কক্ষের ভেতর থাকা ভাড়াটিয়াদের বিভিন্ন মালামাল পুড়ে যায়। স্থানীয়রা প্রথমে আগুন নিভানোর চেষ্টা করে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনার পর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম আজাদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মদ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া কলোনি পরিদর্শন করেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান,খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনা স্থলে চলে যাই। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।