অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কালিয়াকৈর আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার পালন করা হয়েছে।
কালিয়াকৈর আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্হিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক, কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন খান, সভাপতি শাহাদৎ হোসেন, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ সহ উপজেলার ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ' প্লাটিনাম জয়ন্তী ' আওয়ামীলীগ উদযাপন করেছে। আওয়ামীলীগের দীর্ঘ পথচলা গৌরবোজ্জ্বল ইতিহাস। আওয়ামীলীগ বাঙালী জাতির অধিকার ও গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল প্রতিবন্ধকতা জয় করে সফলতা অর্জন করেছে।
১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামীলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। আওয়ামীলীগ নামে যাএা শুরু করলেও অসাম্প্রদায়িক চেতনায় ১৯৫৫ সালে কাউন্সিলে " মুসলিম "শব্দটি বাদ দেয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে সংগঠিত আওয়ামীলীগ দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বাঙালী জাতি পায় একটি নির্দিষ্ট ভূ- খন্ড, লাল সবুজের পতাকা, স্বাধীন দেশ।
আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ। প্রতিষ্ঠা বার্ষিকীতে মিছিল বের করে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে আলোচনা সভার আয়োজন করা হয়।