বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

কালিয়াকৈরে ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

নাজমুল হক,কালিয়াকৈর(গাজীপুর)নিজস্ব প্রতিনিধি
কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় সোমবার দুপুরে মার্চ মাসের ফুল বেতন ও ৫ দিন ঈদের ছুটির দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্টারলিং কারখানার শ্রমিকরা । এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারন পথচারীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে বেলা সাড়ে তিনটার দিকে সড়কে যানচলাচল স্বাভাবিক হয় ।
কারখানার শ্রমিকরা ও পুলিশ সূত্র জানায় বিজিএম এর ঘোষিত ঈদের ছুটি ৩দিন ও মার্চ  মাসের অর্ধেক বেতন শ্রমিকদের পরিশোধ করার সিদ্ধান্ত নিলে তা প্রত্যক্ষান করেন শ্রমিকরা। এসময় শ্রমিকরা মার্চ মাসের ফুল বেতন ও ঈদের ছুটি ৫ দিন দাবি করলে প্রথমে তা অশিকৃতি জানান কারখানা কতৃপক্ষ। পরে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বেলা দেরটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে । এসময় সড়কের দুই পাশেই প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে র্দীঘ যানজটের সৃষ্টি হলে এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার সহ সাধারন পথচারীরা।পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে কারখানা কতৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবি মেনে নিলে বেলা সাড়ে তিনটার দিকে মহাসড়ক থেকে সড়ে গেলে দুই ঘন্টাপর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয় ।
জুলহাস হোসেন ও দেলোয়ার সাহেদ জানান প্রতিবছর আমাদের ৭ অথবা ৯ দিন ঈদের ছুটি দেয় কারখানা কতৃপক্ষ এবার তার ভিন্ন। এবার তিনদিন ছুটি দিতে যায় তাহলে আমরা গ্রামের বাড়িতে ঈদ করবো কেমনে যেতে আসতে দুই দিন লাগে। তাছাড়া বছরে বাড়িতে যাই দুই ঈদে সেখানে স্বজনদের সাথে যদি ঈদের ছুটি নাই কাটাতে পারি তাহলে ঈদের ছুটি দিয়ে কি হবে।আর বেতন যদি ফুল না দেয় হাফ বেতন দিয়ে আমরা কি করবো। মাস শেষেই তো ছুটি হচ্ছে।
কারখানার এডমিন অফিসার ফরহাদ হোসেন বলেন পোষাক শিল্পের বিজিএমএ তো তিনদিন ছুটি নির্ধারন করেছে। এখানে আমাদের কি করার আছে তবুও শ্রমিকদের আন্দোলনের তুপের মুখে দাবি মানতে হয়েছে  ।
গাজীপুর শিল্প পুলিশ ২ এর ওসি আজাদুর রহমান বলেন দুই দফা দাবিতে শ্রমিকার দুই ঘন্টা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। পরে কারখানা কতৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদরে দাবি মেনে নিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সড়ে যায়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments