বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে কারখানা শ্রমিকদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ

কালিয়াকৈরে কারখানা শ্রমিকদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ

 স্বপন সরকার কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকের দোকানপাড় এলাকায় কোকোলা ফুড প্রোডাক্ট  লিমিটেড কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও  মহাসড়ক অবরোধ করেছে  শ্রমিকরা। শ্রমিকদের নুন্যতম মজুরি ১২ হাজার ৫শত টাকাসহ ১২ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কর্মরত শ্রমিকরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে  শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ওই কর্মসুচী পালন করে। এদিকে মহাসড়ক অবরোধের ফলে সড়কের ওই স্থানের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও পথচারীরা। বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও  মহাসড়ক অবরোধ করেছে  শ্রমিকরা। খবর পেয়ে শিল্প পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক  হয়।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের মৌচাকের দোকানপার এলাকার কোকোলা ফুড কারখানার শ্রমিকরা রোববার সকালে কাজে যোগদান করেন। সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা হঠাৎ করে মুজুরি নুন্যতম সাড়ে ১২ হাজার টাকা,হাজিরা বোনাস ৮০০ টাকা,সাধারন ও বাৎসরিক ছুটিসহ ১২ দফা দাবিতে  কারখানার ভেতর বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার পাশে ঢা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধে করে বিক্ষোভ করতে থাকে। সড়ক অবরোধের ফলে সড়কে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী,পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে দুপুর ১১টার দিকে সড়ক থেকে সরিয়ে দিলে সহাসড়কে যানচলাচল স্বাভাবিক  হয়। পরে কারখানা কর্তৃপক্ষের সাথে বসে শ্রমিকদের দাবি দাওয়ার বিষয়ে আলোচনা করে পুলিশ।

গাজীপুর-১ শিল্প পুলিশের ওসি নিতাই চন্দ্র  সরকার জানান,খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঁঝিয়ে শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে মহাসড়কের যানচলাচল স্বাভাবিক  হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments