
স্বপন সরকার , কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, কিশোরী-কিশোরী ক্লাবের ফিল্ড সুপার ভাইজার উম্মে কুলসুম প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। আবৃত্তিতে হাবিব বিন জাবাল, সঙ্গীতে ঐশী সাহা, চিত্রাঙ্কনে অনিতা সরকার অর্পিতা, বালিশ বদলে উপমা সাহা ও ভারসাম্য দৌড়ে আল আমিন প্রথম পুরস্কার পায়। ৫ ক্যাটাগরিতে ১৫ জনকে পুরস্কার দেয়া হয়। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার ১০ টি ক্লাবের ৫০ জন কিশোর-কিশোরী অংশ নেয়।