
স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর রানার গ্যাস সিলিন্ডার বিস্ফােরণে নারী-শিশুসহ আহত ৩৫ জন অগ্নি দগ্ধের ঘটনা স্থান পরিদর্শন করছেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মােহাম্মদ সফিকুল ইসলাম।
বহস্পতিবার সকালে ঘটনা স্থানে পরিদর্শনকালে সাংবাদিকদর প্রশ্নের জবাবে তিনি বলেন, অত্র অঞ্চলে গ্যাস সিলিন্ডারের যত বিক্রয় কেন্দ্র বা দোকান আছে সেইসব বিক্রয় কেন্দ্র পরিদর্শন করা হবে।
তিনি বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ন কবীরকে আহবায়ক করে তিন সদস্য কমিটি গঠন করা হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযাগিতা করার কথাও জানান তিনি । পরিদর্শনে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম বিপিএম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ,কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিমসহ পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ।
উল্লখ্য, গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার মৌচাক তেলিরচালা টপস্টার এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, তেলিরচালা এলাকায় শফিক খান তার বাসার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনে আনেন। পরে সিলিন্ডারটি চুলার সঙ্গে লাগানাের সময় গ্যাস বের হতে থাকে। তখন তিনি গ্যাস সিলিন্ডারটি বাইরে রাস্তায় ছুড়ে ফেলে দেন । এ সময় ওই স্থানে একটি মাটির চুলার আগুন থেকে সিলিন্ডারের গ্যাস অগিকান্ডের সৃষ্টি হয়। তখন রাস্তায় থাকা মানুষ অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের ঢাকা মেডিকল কলেজ বার্ন ইউনিট হাসপাতালে পাঠানাে হয়।
পর গুরুতর অগিদগ্ধ অবস্থায় ফারজানা (৩৩) মহিদুল (২২) নিরব (৭) নার্গিস (২৯) জহিরুল (৩৫) শিল্পি (১৯) নূরনবি (৭) শাপলা (২৪) সালমান (১০) আকাশ (২৬) কুটি মিয়া (৫৫) এনায়ত মিয়ার বাড়ির ভাড়াটিয়া কুদ্দুস (২৭) সুমন (২৪) মতালবসহ (২৯) ২৮ জনক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানাে হয়। অন্যদের পরিচয়ও জানা যায়নি।