
স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
দশ দিনে ৫ হাজার গাছ লাগাবে পৌর ছাত্রলীগ।
সারাদেশে তীব্র তাপদাহ থেকে মুক্তি ও SDG অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি হিসেবে গাজীপুরের কালিয়াকৈরে ১০ দিনে ৫ হাজার গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছে কালিয়াকৈর পৌর ছাত্রলীগ।
কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাধীন মাহমুদ দ্বীপ নেতৃত্বে মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলা চত্বরে ১হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাধীন মাহমুদ দ্বীপ, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান আনিছ, আলামিন মোড়ল, আমির হোসেন হৃদয়সহ পৌরসভা এবং ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।