
স্বপন সরকার,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের কালিয়াকৈরস্থ জবিয়ানদের উদ্যোগে মিলন মেলা ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার মাটিকাট এলাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদারের বাগানবাড়ীতে ওই সভার আয়োজন করা হয়। স্থানীয় সফিপুর জাগরন সমিতির সদস্যরা ওই সভায় অংশ নেয়।
মিলন মেলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়ইবাড়ী কলেজের অধ্যক্ষ আলতাব হোসেন। উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি এএইচ এম উজ্জলের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার। এ সময় আরাও বক্তব্য রাখেন উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা আব্দুল সাওার, কালিগনজ উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান,কালিয়াকৈর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলাল উদ্দিন,জাতির পিতা সরকারী স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার সরকার, সাইদুর রহমান,তাজুল ইসলাম, মনির হোসেন, সফিপুর জাগরন সমিতির সভাপতি আমজাদ হোসেন,সহ-সভাপতি আবুল কাশেম প্রমুখ। পরে র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পিরা সংগিত পরিবেশন করে। তারিখ ০৯-০৩-২৪ইং