স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাবতলী এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন , উপজেলার গাবতলী এলাকার আব্দুল লতিফের ছেলে তানজিম ( ৮)ও একই উপজেলায় কান্দাপাড়া এলাকার মনিরের ছেলে বায়োজিদ হাসান (৭)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার গাবতলী এলাকায় শনিবার সকালে বাড়ির পাশের সিদ্দিকের পুকুরে গোসল করতে যাই তানজিম ও বায়েজিদ । এ সময় পুকুরের গভীরতা থাকায় পুকুরের নিচে তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী ও পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে দুপুরে তাদের লাশ দুটি উদ্ধার করেন। তবে গতকাল বায়োজিদ তার নানার বাড়ি বেড়াতে যান ।
লাশ দুটি উদ্ধার করে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে। পরে তাদের লাশ পারিবারিক কবরস্থানের দাফন করা হয়।
কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম নিহতের দুই টি লাশের বিষয়টি নিশ্চিত করেছেন।