বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে পিঠা উৎসব অনুষ্ঠিত 

কালিয়াকৈরে পিঠা উৎসব অনুষ্ঠিত 

স্বপন সরকার ,  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
“পিঠা উৎসবে মিলেমিশে, বাঙালির সুরে গায় ঐতিহ্যের গান” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে  পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী  ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ই জানুয়ারি) সকালে ওই স্কুলের মাঠ প্রাঙ্গনে ফিতা কেটে এ পিঠা উৎসবের শুভ উদ্বোধন করা হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ পিঠা উৎসব চলবে।
জেলার স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা এ পিঠা উৎসবে অংশগ্রহণ করেছে। আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে পিঠা উৎসবে চব্বিশটি স্টলে ৩শত রকমের পিঠার মধ্যে উল্লেখ্য যোগ্য পাটিসাপটা, কূলি
পিঠা, ভাবা পিঠা, ঝাল পিঠা, চিতই পিঠা, পোয়া পিঠা ও রস পিঠাসহ নানা ধরনের পিঠা ও খাবার রয়েছে।
 আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব জলিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ
এ সময় আরো উপস্থিত ছিলেন,  কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈকত আকবর খান,আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক সাইদুর রহমান সোহাগ সহ শিক্ষক অত্র স্কুলের কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক ও ছাত্রছাত্রীরা। পিঠা উৎসবের বিষয়ের আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আলহাজ্ব জলিলউদ্দিন জানান, বাংলা ঐতিহ্যের সঙ্গে মিশে আছে এমন অনুষ্ঠান করে থাকি। যাতে কাজের পাশাপাশি আমাদের দেশীয় ঐতিহ্য  সম্পর্কে সকলে অবগতি থাকতে পারি।  
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments