
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় ইমা হোটেলে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করার প্রতিবাদ করায় পুলিশের উপর হামলা করেছে হোটেল কর্তৃপক্ষ।
আহত হলেন, গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো ঃ মেহেদী হাছান।
আটককৃতরা হলেন রাজশাহীর বাঘমারা উপজেলার খালগ্রামের ইমাজ উদ্দিনের ছেলে সাইফুল্লা সুমন(২৭),নীলফামারীর সৈয়দপুর উপজেলার সোনাখালী মুন্সিপাড়া গ্রামের শামসুর আলীর ছেলে আমিনুল ইসলাম(৩৫),চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার হিজল গাড়ি গ্রামের মফিজুল ইসলাম মিন্টুর ছেলে শাফায়ত হোসেন(২০),দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের বাবুল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক(৩৫),সিরাজগঞ্জ এনায়েতপুর উপজেলার শিবপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে জাহিদ হোসেন(২৯),সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কদিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাকিব মিয়া(১৮) ।
এ ঘটনার পর থেকেই মুল অভিযুক্ত ব্যাক্তি আলিউল্লাহ শান্ত পলাতক রয়েছেন ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ইমা হোটেলে খাবার খেতে যান পুলিশ কর্মকর্তা মেহেদী হাছান। তিনি হোটেলে রুটি ও ডাল অর্ডার করেন। তখন দেখে ডাল অস্বাস্থ্যকর। তখন তিনি হোটেল কর্তৃপক্ষকে জানান। তিনি শুধু রুটি খেয়ে ক্যাশ কাউন্টারে বিল দেন। তখন ক্যাশিয়ার অস্বাস্থ্যকর ডাল ও রুটির বিল দিতে বলেন। তখন পুলিশ কর্মকর্তা বলে ডাল অস্বাস্থ্যকর, আমি ডাল খাই নাই, আমি শুধু রুটির বিল দিব। তখন ক্যাশিয়ার আলিউল্লাহ শান্ত (২৫) রেগে গিয়ে গ্লাস দিয়ে পুলিশের মাথায় ও মুখে হামলা করে অতপর, হোটেলে থাকা লোকজন তার উপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত পুলিশ ইন্সপেক্টর মেহেদী হাছান কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। এই ঘটনায় শনিবার দুপুরে ৬ জনকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
কালিয়াকৈর থানার উপ পর্রিদশক মনিরুজ্জামান পিপিএম জানান এ ঘটনায় মেহেদী হাসান বাদী হয়ে মামলা করেছেন ।ঘটনার সাথে জরিত ৬জনকে আটক করে শনিবার দুপুরে গাজীপুর জেল
হাজতে প্রেরণ করা হয়েছে ।মুল অভিযুক্ত অলিউল্লাহ পলাতক রয়েছেন।তাকে গ্রেফতারে চেষ্টা অব্যহত রয়েছে।