
কালিয়াকৈর l( গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা এপেক্স লেনজারি গেট সংলগ্ন এলাকায় মহসিন মিয়াকে (৪০) নামে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
এবিষয়ে জাকির দেওয়ান বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আটককৃত হলেন, উপজেলার চান্দরা এলাকার সরবেশ মিয়ার ছেলে আশিকুজ্জামান বকুল ও বিপ্রবর্থা এলাকার পারভেজ দেওয়ানের ছেলে সুমন দেওয়ান ।
স্থানীয় ও থানায় অভিযোগ সূএে জানা যায়,
জাকির হোসেন চান্দরা এপেক্স লেনজারি গেটে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে আশিকুজ্জামান বকুল ও সুমন দেওয়ান অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাথারী মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। আমার ডাকে ভাতিজি জামাই মহসীন মিয়া এগিয়ে আসলে আশিকুজ্জামান বকুল তার দোকানে প্রবেশ করে চাইনিজ কুড়াল দিয়ে মহসিন মিয়াকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া স্বজোরে কোপ মারিলে তাহার কপালের মাঝখানে গুরুতর গভীর কাটা রক্তাক্ত জখম হয়। তার দোকানে বসে থাকা সুমন দেওয়ান তাহার হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে আমার ভাতিজি জামাইকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে উক্ত কোপ আমার ভাতিজি জামাই ফিরাইতে যাইয়া তাহার বাম হাতের কবজির উপরে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। তখন মহসিন অজ্ঞান হইয়া নিচে পড়ে যায় । আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে ঘটনার বিষয় নিয়া কেউ কোন প্রকার বাড়াবাড়ি করিলে বিবাদীরা আমাদের খুন জখম করা সহ বড় ধরনের ক্ষতি সাধিত করিবে মর্মে মেকি প্রদান করতে থাকলে আশেপাশের লোকজন আগাইয়া আসিয়া বিবাদীদ্বয়কে চাইনিজ কুড়াল ও চাপাতি সহ আটক করে থানায় সংবাদ দিলে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়া বিবাদীদ্বয়কে এবং চাইনিজ কুড়াল ও চাপাতি হেফাজতে নেন।লোকজনদের সহায়তায় মহসিন মিয়াকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার তাহার প্রাথমিক চিকিৎসা প্রদান পূর্বক তার অবস্থা আশংকা জনক হওয়ায় অন্যত্র রেফার্ড করিলে মহসিনকে শেখ ফজিলাতুন নেছা মুজিব কেপিজে মেমোরিয়াল হাসপাতালে নিয়া চিকিৎসার জন্য ভর্তি করা হয় । হাসপাতালে আশংকা জনক অবস্থায় আইসিওতে চিকিৎসাধীন আছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম জানান, মারামারি ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।