
স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
”ফলে পুষ্টি অর্থ বেশ -স্মার্ট খুশির বাংলাদেশ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে মৌসুমী ফল মেলা ২০২৪ অনুষ্ঠিত ।
বৃহস্পতিবার ( ১৩ জুন) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালিয়াকৈর এর আয়োজনে এ ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ-আব্দুস সাত্তার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ড.লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সারওয়ার আলম, জাইকা প্রতিনিধি আবু তাহের সিদ্দিকী সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ ফল মেলায় দেশীয় নানা ধরনের ফল প্রদর্শন করা হয়, যেমন – কাঁঠাল, লিচু, আম, কলা, আনারস, জাম, নটকা, পেঁপে, পেয়েরা, তরমুজ, দেশি ডেওয়া ফল, চাম ফল, খেজুর, তাল, ডাব, আপেল, করমজা, ডালিম ইত্যাদি। এছাড়া ফল মেলায় চল্লিশ কেজি ওজনের কাঁঠাল সবার দৃষ্টি আকর্ষণ করে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাসিবুর রহমান এ বিশালাকারের কাঁঠালটি উপজেলার ফুলবাড়িয়া এলাকার পদ্মপাড়া থেকে নিয়ে আসেন। হাসিবুর রহমান জানান,রিং পদ্ধতিতে রাসায়নিক ও জৈব সারের সংমিশ্রণে কাঁঠাল গাছ সহ অন্যান্য ফলজ গাছের যত্ন নিলে স্বাভাবিকের চাইতে ফলন ও ফলের আকার আকৃতি অনেক বেশি ও বড় হয়।