গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মন্দির মাঠে শুক্রবার বিকালে কালামপুর যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহন করেন শাকিব একাদশ বনাম শাকিল একাদশ।
উক্ত ফাইনাল ফুটবল টুর্নামেন্টে কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা ৬ নং ওর্য়াডের কাউন্সিলর পদপ্রার্থী ও যুবদলের ৬ নং ওর্য়াডের সভাপতি মোঃ শাহ আলম ।
ফুটবল টুর্নামেন্টটির শুভ উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কালামপুর মন্দির কমিটির সভাপতি বাদল চন্দ্র বর্মণ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রা সরকারি কলেজ ছাএদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বাইজিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন.. মোবাইলে আসক্ত না হয়ে খেলাধুলা নিয়মিত করতে হবে। মোবাইলে ছেলেমেয়েরা গেইমে আসক্ত হয়ে গেছে, এই মোবাইল গেইম খেলে যুব সমাজ ধ্বংস হচ্ছে । এই মোবাইলে আসক্ত দূর করতে হলে খেলাধুলার বিকল্প নেই।
ফুটবল টুর্নামেন্ট শাকিব একাদশ ২-০ গোলে শাকিল একাদশকে পরাজিত করে।