বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ

নাজমুল হক,কালিয়াকৈরে(গাজীপুর) নিজস্ব প্রতিনিধি 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি গ্রামে  চন্দ্রা স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের টাকার দাবিতে আজ সোমবার (১০ মার্চ ২০২৫) বেলা তিনটার থেকে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেছেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, দুমাসের বেতন এবং ভাতাদি বকেয়া দাবীতে ফ্যাক্টরি বন্ধ থাকার প্রেক্ষাপটে ফ্যাক্টরির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুরায়রা ইফতার হোসেন গত ১৬/০২/২০২৫ তারিখে আশ্বস্ত করেন যে তাদের বেতন ভাতাদি ২৮/০২/২০২৫ মধ্যে পরিশোধ করবেন । কিন্তু আজ পর্যন্ত  তা পরিশোধ করেননি । তার প্রেক্ষাপটে শ্রমিকগন গতকাল শ্রম আদালতে অভিযোগ দায়ের করেন । আজ  সকাল থেকে রাস্তায় ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেন । এতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিক্ষোভকারী শ্রমিক মিজানুর রহমান, কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বেতন-ভাতা নিয়ে টালবাহানা করছে। মাসের ১০ দিন পেরিয়ে গেলেও বেতন না পেয়ে বাধ্য হয়ে তারা সড়কে নেমেছেন।

উল্লেখ্য, বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধের ঘটনা এই এলাকায় নতুন নয়। এর আগেও বিভিন্ন কারখানার শ্রমিকরা একই ধরনের বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন। 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments