
নাজমুল হক,কালিয়াকৈরে(গাজীপুর) নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি গ্রামে চন্দ্রা স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের টাকার দাবিতে আজ সোমবার (১০ মার্চ ২০২৫) বেলা তিনটার থেকে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেছেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, দুমাসের বেতন এবং ভাতাদি বকেয়া দাবীতে ফ্যাক্টরি বন্ধ থাকার প্রেক্ষাপটে ফ্যাক্টরির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুরায়রা ইফতার হোসেন গত ১৬/০২/২০২৫ তারিখে আশ্বস্ত করেন যে তাদের বেতন ভাতাদি ২৮/০২/২০২৫ মধ্যে পরিশোধ করবেন । কিন্তু আজ পর্যন্ত তা পরিশোধ করেননি । তার প্রেক্ষাপটে শ্রমিকগন গতকাল শ্রম আদালতে অভিযোগ দায়ের করেন । আজ সকাল থেকে রাস্তায় ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেন । এতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিক্ষোভকারী শ্রমিক মিজানুর রহমান, কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বেতন-ভাতা নিয়ে টালবাহানা করছে। মাসের ১০ দিন পেরিয়ে গেলেও বেতন না পেয়ে বাধ্য হয়ে তারা সড়কে নেমেছেন।
উল্লেখ্য, বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধের ঘটনা এই এলাকায় নতুন নয়। এর আগেও বিভিন্ন কারখানার শ্রমিকরা একই ধরনের বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন।