গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে দিবসটি উপলক্ষে প্রথমে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে এ উপলক্ষে উপজেলা সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, থানার (ওসি) এ এফ এম নাসিম, কালিয়াকৈর উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ শাহাবুদ্দিন আহসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা শিক্ষা কর্মকর্তা জায়েদা খাতুন, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়,সাংবাদিক সরকার আব্দুল আলীম,সাংবাদিক আরিফ হোসেন খোকন প্রমুখ।
পওে দিবসটি উপলক্ষে কালিয়াকৈর শিল্প-কলা একাডেমির শিল্পীরা মনোমুগ্ধকর গান পরিবেশন করেন।