
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় বিদ্যুৎ স্পর্শে এক নারী শ্রমিকের ও দুই কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত হলেন, নেত্রকোনা জেলার বারহাটা থানার বিকালিকা গ্রামের মোঃ ইছাম উদ্দিনের মেয়ে আলপনা আক্তার ( ৩০)।
সে উপজেলার উলুসাড়া এলাকার মোঃ একলাস উদ্দিনের বাড়িতে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রচন্ড বৃষ্টি সোমবার দিন রাত ভর। রাস্তায় ও চারপাশ পানিতে কানায় কানায় ভরা। সকালে স্থানীয়রা আলপনা আক্তার ও দুটি কুকুরের মৃত দেহ পানিতে ভাসতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
বিদ্যুৎ এর মেনলাইনের সাথে বিদ্যুতের আর্থিং লাইনের সংযোগ হওয়ার এবং বৃষ্টির পানি জমে থাকার কারনে পানি বিদ্যুতায়ন হয়। সেই পানির সংস্পর্শে আলপনা আক্তার ও দুটি কুকুরের মুত্যু হয়।
স্থানীয়রা জানান, এখানে প্রায় প্রায় স্পাকিং হত। এর আগেও পল্লী বিদ্যুৎ অফিসকে জানানো হলে তারা কর্ণপাত করেনি। মূলত তাদের গাফিলতিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
চন্দ্রা পল্লী বিদ্যুৎ অফিসের প্রকৌশলী জসিম উদ্দিন জানান, ঘূর্ণিঝড় রেমাল এর তাণ্ডবে বিদ্যুতের তার ছিড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তবে এই বিষয়ে কোন দিন কেও অভিযোগ করেনি।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক সাজিদ আহমেদ জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।