বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত।

কালিয়াকৈরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত।

কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধিঃ 

”তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি”এই শ্লোগানকে সামনে নিয়ে দিশারীর ব্যানারে কালিয়াকৈরে উদযাপিত হলো বিশ্ব তামাকমুক্ত দিবস।

এ দিবসকে ঘিরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে একটি র‌্যালি কালিয়াকৈর উপজেলা চত্বর প্রদক্ষিণ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। এ সময়ে বিশ্ব তামাক মুক্ত দিবসের আলোচনায় অংশ নেন দিশারীর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক এবং বিশ্ব তামাক মুক্ত দিবসের (কালিয়াকৈর) এর আয়োজক মতিউর রহমান। মতিউর রহমান বিশ্ব তামাক মুক্ত দিবসের আলোচনায় বলেন ,তামাক ও ধূমপান উৎপাদনকারী কোম্পানিগুলোকে হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং তামাকজাত দ্রব্যের বিভিন্ন চটকদারি বিজ্ঞাপন তৈরি ও সম্প্রচার বন্ধ করতে হবে। অনেক সময় দেখা যায় এসব বিজ্ঞাপন দেখে কোমলমতি শিশু কিশোররা ও যুবক-যুবতীরা তামাক দ্রব্যের দিকে ও ধূমপানের দিকে ঝুঁকে পড়ছে। সুতরাং ওই সকল বিজ্ঞাপন বন্ধ করে তামাক দ্রব্য গ্রহণে ও ধূমপান গ্রহণে ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশন মাধ্যমে ব্যাপক প্রচার করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ারেছ আলী সিকদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments