কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধিঃ
''তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি''এই শ্লোগানকে সামনে নিয়ে দিশারীর ব্যানারে কালিয়াকৈরে উদযাপিত হলো বিশ্ব তামাকমুক্ত দিবস।
এ দিবসকে ঘিরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে একটি র্যালি কালিয়াকৈর উপজেলা চত্বর প্রদক্ষিণ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। এ সময়ে বিশ্ব তামাক মুক্ত দিবসের আলোচনায় অংশ নেন দিশারীর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক এবং বিশ্ব তামাক মুক্ত দিবসের (কালিয়াকৈর) এর আয়োজক মতিউর রহমান। মতিউর রহমান বিশ্ব তামাক মুক্ত দিবসের আলোচনায় বলেন ,তামাক ও ধূমপান উৎপাদনকারী কোম্পানিগুলোকে হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং তামাকজাত দ্রব্যের বিভিন্ন চটকদারি বিজ্ঞাপন তৈরি ও সম্প্রচার বন্ধ করতে হবে। অনেক সময় দেখা যায় এসব বিজ্ঞাপন দেখে কোমলমতি শিশু কিশোররা ও যুবক-যুবতীরা তামাক দ্রব্যের দিকে ও ধূমপানের দিকে ঝুঁকে পড়ছে। সুতরাং ওই সকল বিজ্ঞাপন বন্ধ করে তামাক দ্রব্য গ্রহণে ও ধূমপান গ্রহণে ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশন মাধ্যমে ব্যাপক প্রচার করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ারেছ আলী সিকদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ