বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে মহান স্বাধীনতা দিবস পালিত।

কালিয়াকৈরে মহান স্বাধীনতা দিবস পালিত।

স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়।

মহান স্বাধীনতা দিবসে কালিয়াকৈর কেন্দ্রীয় শহীদ মিনার পুষ্প স্তপক করেন উপজেলা প্রশাসন, কালিয়াকৈর অফিসার্স ক্লাব, মুক্তি যুদ্ধ সংসদ, কালিয়াকৈর থানা, কালিয়াকৈর উপজেলা আওয়ামী, কালিয়াকৈর পৌর আওয়ামী, কালিয়াকৈর প্রেস ক্লাব, বিভিন্ন সংগঠক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ কাউছার আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয় ও সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন আহসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, ডেপুটি কমান্ডার আবু নাসির, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হক সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠক, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

 

 

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments