বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে  মিথ্যা মামলা ও প্রাননাশের  হুমকির প্রতিবাদে  সংবাদ সম্মেলন 

কালিয়াকৈরে  মিথ্যা মামলা ও প্রাননাশের  হুমকির প্রতিবাদে  সংবাদ সম্মেলন 

স্বপন সরকার কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বুধবার সকালে কালিয়াকৈর প্রেসক্লাব হলরুমে প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে স্বাভাবিক মৃত্যু হওয়া ব্যক্তির পরিবারকে ভয়-ভীতি দেখিয়ে, প্রাননাশের হুমকি দিয়ে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৃত নুরু মিয়ার স্ত্রী সুমা বেগম, ছেলে আরিফ হোসেন ও ভাই নজরুল ইসলাম, সুত্রাপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার মতিউর রহমানসহ এলাকাবাসি।
কালিয়াকৈর প্রেসক্লাবের হলরুমে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে জানান, উপজেলার তালুক শিমুলতলী এলাকার নূরু মিয়া নামে এক ব্যক্তি গত ৭ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। এই মৃত্যুকে ঢাল হিসেবে ব্যবহার করতে চান বরইতলী এলাকার রতন কুমার সাহা। এ মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রতন কুমার সাহা ওই পরিবারকে ভয়-ভীতি দেখিয়ে, প্রাণনাশের হুমকি দিয়ে তার প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দায়েরের অপচেষ্টা করছে। এ ব্যাপারে মৃত নরু মিয়ার স্ত্রী সুমা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় রতন কুমার সাহা বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments