
স্বপন সরকার ।। কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে মোহনা টিভির ১৫ বছর পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান। সোমবার দুপুরে মোহনা টিভির কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি আলহাজ হোসেনের আয়োজনে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। কালিয়াকৈর প্রেসক্লাবের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
কেন্দ্রীয় বিএনপির সহ শ্রমবিষয়ক সম্পাদক ও
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি ও অর্ধ সাপ্তাহিক সুবানী পত্রিকার সম্পাদক আইয়ুব রানা, প্রেসক্লাবের নির্বাহী সভাপতি যুগান্তরের উপজেলা প্রতিনিধি সরকার আব্দুল আলীম,প্রেসক্লাবের সহ-সভাপতি ও সমকালের উপজেলা প্রতিনিধি এম তুষারী, কালিয়াকৈর থানার (ওসি তদন্ত) জাফর আলী খান, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি- মাহবুব হাসান মেহেদীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ অনেকেই ।