অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সোনাতলা বাজারে মৎস্য ফিডের মূল্য বৃদ্ধিতে মানববন্ধন করেছে মৎস চাষীরা। মঙ্গলবার মৎস্য চাষী আলাল উদ্দিন মেম্বারের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরন করতে মাছের বিকল্প নেই। সারাদেশে মৎস্য খামারগুলো থেকে মানুষের পুষ্টির চাহিদা পূরনের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্হা হচ্ছে। মাছের খাদ্যের দাম বৃদ্ধি পেলে অনেক মানুষের মৎস্য খামার বন্ধ হয়ে যেতে পারে। মানুষের পুষ্টির চাহিদা পূরন করতে মাছের খাদ্যের দাম কমানোর জন্য প্রধান উপদেষ্টার কাছে মৎস্য চাষীরা দাবি জানান।
বক্তারা আরো বলেন, মাছের খামার লাভজনক করতে হলে সুষম খাদ্য প্রয়োগ করা প্রয়োজন। সঠিক ভাবে মাছের খাদ্য না দিলে মাছ বড় হবে না। মাছ বড় না হলে খামারী ক্ষতিগ্রস্ত হবে। বাণিজ্যিক ভাবে মাছ চাষ করলে চাষকৃত মাছকে নিয়মিত প্রাকৃতিক খাবারের পাশাপাশি পরিমাণ মতো সম্পূরক খাবার দিতে হবে। সাধারণত ফিশমিল, রেপসিড, এ্যাংকর ডাল, অটোব্রান, ডিওআরবি, সরিষার খৈল, বাদাম খৈল,আটা ইত্যাদির সংমিশ্রণে সম্পূরক খাবার তৈরি হয়।
ফিড কোম্পানি গুলো কাঁচামালের দাম বৃদ্ধি অজুহাতে দিনে দিনে মৎস্য খাদ্যের দাম বৃদ্ধি করছে। মাছের পোনার দাম বৃদ্ধি, মৎস্য খাবারের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, শ্রমিকের মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন কারনে মৎস্যচারীরা হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। মানববন্ধন বক্তব্য রাখেন ছামান উদ্দিন, জাকারিয়া সরকার জনি প্রমুখ।