বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে লোডশেডিং প্রতিবাদে মানব বন্ধন ।

কালিয়াকৈরে লোডশেডিং প্রতিবাদে মানব বন্ধন ।

স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাস স্ট্যান্ড এলাকায় মঙ্গলবার সকালে লোডশেডিং ও প্রি – পেইড মিটার প্রত্যাহারের প্রতিবাদে মানব বন্ধন করেছে কালিয়াকৈর বাসী।

মানব বন্ধন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ লোডশেডিং এ নাজেহাল অবস্থায় দিন যাবন করছে। এ অবস্থায় জনগনের স্বাভাবিক কর্মকান্ড ব্যাহত হচ্ছে। স্মাট বাংলাদেশের যুগে এসেও পল্লী বিদ্যুতের কোন সুবিধা পাচ্ছে না কালিয়াকৈর বাসী এবং এর মধ্যে নতুন আরেক মরন ফাঁদ (প্রিপেইড মিটার) গলায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে। যেটা সর্বসাধারনে জন্য যা ভোগান্তির কারন হয়ে দাড়িয়েছে এবং মিটারের ডিমান্ড চার্জ বাবদ প্রতিটি মিটার থেকে রিচার্জের সঙ্গে সঙ্গে একটা মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতিটি ভোক্তা এ প্রিপেইড মিটারের বিপক্ষে ও প্রিপেইড মিটার প্রত্যাহারে একত্বতা প্রকাশ করেছে।

মানব বন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আরফান আলী, ইঞ্জিনিয়ার মোঃ সিরাজ উদ্দিন আব্দুল মজিদ মাস্টার, সাবেক কাউন্সিলর মহসিন -উজ্জামান, গোলাপী বেগম, আব্দুল হামিদ মাহাতাব্বর, আব্দুল হালিম, মুস্তাফিজুর রহমান শিবলু মিনার উদ্দিন।

বক্তারা জনান, মিটার ভাড়া ভ্যাট অন্যান্য সকল চার্জ কাটার পরে যে টাকা থাকে তা কিভাবে কাটে সাধারণ জনগণ জানেনা মোবাইলে এক মিনিট দুই মিনিট কথা বললে কয় টাকা কাটে জানা যায় কিন্তু মিটারে কয় টাকা কেটে নেয় বুঝা যায় না । সামনে এইচ এইচ সি পরীক্ষা অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে ছাত্র ছাত্রীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments