
কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মী দের নিয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন এবং কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ এর সঞ্চালনায় মূল্যবান বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শহিদুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন বাবু অরুণ প্রসাদ মজুমদার,
ডিজি রাব্বানী, আলী আজম খান, জালাল উদ্দীন আহমেদ, নজরুল ইসলাম মনির সিকদার, নরুল ইসলাম নুরু, আবুল হাসেম মাষ্টার, মোঃ শরিফুল ইসলাম, আলী হোসেন, মহম্মদ আলী মোল্লা।
মোঃ সামসুজ্জামান শিপলু বকসী সহ স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীরা।