বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক।

কালিয়াকৈরে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক।

স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।

গাজীপুরের কালিয়াকৈরে শিলাবৃষ্টিতে বসত বাড়ি ও ফসলের ক্ষতিগ্রস্ত মাঠ পরিদর্শন করলেন গাজীপুরের জেলার প্রশাসক। এসময় ক্ষতিগ্রস্ত ৮ শত পরিবারের মাঝে বিভিন্ন ভাবে আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সোমবার (২৫ মার্চ) সকালে উপজেলার বোয়ালী ইউনিয়নের শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এসময় আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউছার আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস ও স্থানীয় বিভিন্ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

জেলা প্রশাসক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ঘরবাড়ি ও ফসলের মাঠ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি বাড়ির মালিক এবং কৃষকদের সাথে কথা বলেন সান্তনা দেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও আবাদি ফসল ক্ষতিগ্রস্ত আনুমানিক ৮শত পরিবারের মাঝে আর্থিক প্রণোদনা দেয়ার আশ্বাস দেন। সরকারি প্রণোদনার সুস্থ বন্টনের হয় নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট সকলকেই নির্দেশনা প্রদান করেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের অনেকেই জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাহে রমজানের মাস চলছে । সামনে ঈদ হঠাৎ অনাকাঙ্ক্ষিত শিলাবৃষ্টির কারণে আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও ফসলি মাঠ পরিদর্শন করে আমাদের সান্তনা দেয়। আর্থিক প্রণোদনার মাধ্যমে সরকারের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। জেলা প্রশাসক ও উপজেলার বিভিন্ন অফিসার আমাদের নিয়মিত খোঁজ খবর নিচ্ছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments