স্বপন সরকার ,কালিয়াকৈর,(গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় বাসের চাপায় পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) রাত ১১ ঘটিকায় কালিয়াকৈর বাইপাস এলাকায় মাহি পরিবহনের দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্বামী স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত হলেন, উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বড়ইতলী গ্রামের মোজাম্মেল হকের ছেলে আসিব হেসেন রিদয় (৩০) ও তার স্ত্রী তানজিন বকশী (২২)।
স্থানীয় ও পুলিশ সূএে জানা যায়, এই নবদম্পতি বৈশাখী সাজ সেজে মোটরসাইকেল যুগে ঘুরতে বের হন। রাতে কালিয়াকৈরে বাইপাস সংলগ্ন উড়াল সেতুর নিচে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা মাহি পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদেরকে চাপা দিলে স্বামী স্ত্রী উভয়েই মারাত্মক আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের এ মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছালে মুহূর্তেই পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।একই সাথে এ দুটি তাজা প্রাণের অকাল মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।
নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন জানান,দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। নিহতদের স্বজনদের অনুরোধে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।