
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের নির্বাচন ২১ শে মে মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মো.আতিয়ার রহমান, উপসচিব, নির্বাচন পরিচালনা – ২ অধিশাখা,নির্বাচন কমিশনের আদেশক্রমে প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
২১ এপ্রিল রবিবার রিটানিং অফিসার / সহকারী সহকারী রিটানিং অফিসারের নিকট অনলাইনে মনোনয়ন পএ দাখিলের শেষ তারিখ। ২৩ এপ্রিল মঙ্গলবার রিটানিং অফিসার কর্তৃক মনোনয়ন বাছাই। ২৪ বুধবার থেকে ২৬ এপ্রিল শুক্রবার মনোনয়ন পএ বাছাইয়ে রিটানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের। ২৭ এপ্রিল শনিবার থেকে ২৯ এপ্রিল সোমবার আপিল নিষ্পত্তি। ৩০ এপ্রিল মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ২ মে বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ।
এ ছাড়াও গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচন একই তারিখে অনুষ্ঠিত হবে।
নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করবেন।