বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহন শুরু।

কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহন শুরু।

অরবিন্দ রায়,স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে আজ ২১ মে মঙ্গলবার ভোটগ্রহন শুরু । নির্বাচনী এলাকায় আজ সাধারন ছুটি ঘোষনা করা হয়েছে ।কালিয়াকৈর উপজেলা পরিষদ থেকে ভোর ৪ টা থেকে ব্যালট পেপার বিতরন করা হয়েছে। সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

কালিয়াকৈর উপজেলার ৯ টি ইউনিয়ন, ১ টি পৌরসভার মোট ভোটার ৩ লক্ষ ৬৩ হাজার ৯ শত ৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৮২ হাজার ৬ শত ৩৫ জন, মহিলা ১ লক্ষ ৮১ হাজার ১ শত ৫৮ জন, হিজরা ০১ জন।

সোমবার রাতের মধ্যে কালিয়াকৈর উপজেলার ১২৮ টি ভোট কেন্দ্রে নির্বাচনী মালামাল পৌঁছে গেছে। ভোট গ্রহনের সাথে জড়িত রয়েছেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার । প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং, পোলিং অফিসারদের নীতিমালা মেনে তাদের দায়িত্ব পালন করবেন।

সকাল থেকে চাপাইর বংশী বাদন উচ্চ বিদ্যালয়, আষাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালী এন এন উচ্চ বিদ্যালয়, নলূয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে বেশিরভাগ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম।

বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন খান জানান, উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ভাবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

গোলয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের

প্রিসাইডিং অফিসার ফারুক আহমেদ জানান, নির্বাচন সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হচ্ছে। দলীয় প্রার্থীর কোন চাপ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, দলীয় প্রার্থীর কোন চাপ নেই। বিভিন্ন প্রার্থীরা প্রতিটি কেন্দ্রে নিয়ম অনুসারে তাদের এজেন্ট দিয়েছেন।

ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যবৃন্দ, টহল পুলিশ, ম্যাজিস্ট্রট সহ উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত আছেন । কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments