স্বপন সরকার কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় উপজেলা পরিষদের নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ই মে) সকালে কালিয়াকৈর পৌর বিএনপির আয়োজনে কালিয়াকৈর বাস টার্মিনাল, বাজার এলাকায় উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে লিফরেট বিতরণ, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ- সম্পাদক হুমায়ুন কবির খান , জাতীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান, কালিয়াকৈর পৌর বিএনপি সভাপতি দেওয়ার মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ দুলাল, গাজীপুর জেলা শ্রমিকদলের আহ্বায়ক মিনার উদ্দিন, কালিয়াকৈর পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন ও সদস্য সচিব আমজাদ হোসেন,
শামসুল আলম, সোহেল রানা, মুস্তাফিজুর রহমান শিপলু, আবুল কাশেম সরকার সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।