শাহিদুল ইসলাম, কালিয়াকৈর(গাজীপুর)বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরে কালিয়াকৈর উপজেলার গতকাল বুধবার সকাল ৬ টার দিকে (ডিবি) পুলিশ পরিচয়ে দিয়ে মোটরসাইকেল মোবাইল স্বর্ণালংকার নগদ টাকা ছিনতাই ঘটনা ঘটে।
বুধবার (১৮ সেপ্টেম্বরন) ২০২৪, উপজেলা গোয়ালবাথান সাকিনস্থ খাড়াজোড়া ব্রীজের উপর ঘটনা ঘটেছে।
এলাকায় বাসী ও পুলিশের সূত্রে জানা যায়
বাঁদী ও তার স্ত্রী শীলা সহ ঢাকা যাওয়ার পথে উপজেলা খাড়াজোড়াবর্ণিত ঘটনাস্থলে পৌছামাত্র অজ্ঞাতনামা ৬/৭ জন লোক একটি সাদা রংয়ের প্রাইভেটকার ও একটি নীল রংয়ের পিক-আপ যোগে বাদীর মোটর সাইকেল এর সামনে ব্যারিকেড দিয়া অজ্ঞাতনামা লোকজন নিজেদের
ডিবি পুলিশ পরিচয় দিয়া ধারালো অস্ত্র সস্ত্র দিয়া বাদী ও তার স্ত্রীকে মৃত্যুরট ভয় ভীতি প্রদর্শন করিলে মোটর সাইকেল, নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণলংকার জোর পূর্বক নিয়া গেলে বাদীর এজাহারের প্রেক্ষিতে আসামী মোঃআশরাফুল ইসলাম (৩২) পিতা-তৈয়বুর রহমান, মাতা-সুফিয়া বিবি, ঠিকানা: স্থায়ী: গ্রাম-বারইপাড়া, থানা- ভোলাহাট,
-চাঁপাইনবাবগঞ্জ, বর্তমান: গ্রাম-ডুমনী খিলখেত, (জাহাঙ্গীর এর বাড়ীর ভাড়াটিয়া) , থানা-খিলক্ষেত, জেলা-ঢাকা সহ অজ্ঞাত নামা ৫/৬ জনের বিরুদ্ধে কালিয়াকৈর থানার মামলা নং-২১,
কালিয়াকৈর থানায় এসআই ইসমাইল হোসেন বলেন মামলাটি তদন্তাধীন আছে এবং আসামি গ্রেফতার অভিযান অব্যাহত আছে।বর্তমান উক্ত এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে।