
নাজমুল হক,কালিয়াকৈর(গাজীপুর)নিজস্ব প্রতিনিধি
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম চান্দরা এলাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ মার্চ পশ্চিম চান্দরা এলাকায় এ আয়োজন করা হয়। কালিয়াকৈর পৌর যুবদল নেতা ও সাবেক ছাত্রনেতা বাবুল হায়াত এর সঞ্চালনায় কালিয়াকৈর পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মো: সামছুল আলম সরকার সভাপতিত্ব করেন।এ সময় কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দেওয়ান মো: জসিম উদ্দিন সহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু এবং সার্বিক মঙ্গল কামনা করা হয়।
এ সময় নেতারা বলেন, “বিএনপি নেতাকর্মীরা সবসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করেন। দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি।”
দোয়া মাহফিল শেষে অতিথিদের মধ্যে ইফতার পরিবেশন করা হয়।